প্রকাশিত: Fri, Dec 29, 2023 12:48 AM
আপডেট: Tue, Jul 1, 2025 2:56 PM

[১]কক্সবাজারে পর্যটকবাহী বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ৪

রায়হান চৌধুরী: [২] বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 [৩] নিহতরা হলেন-  উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রিদোয়ান, পূর্ব বৃন্দাবন সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাং বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মহিউদ্দিন ও সামাজিক পাড়ার মো. বাদশার ছেলে জয়নাল আবেদীন।

[৪] চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় লেগুনার ৪ যাত্রী। আহত হয় ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] তিনি আরো বলেন, বাস ও লেগুনা জব্দ করা হয়েছে । চালক-হেলপার পালিয়ে যায়।  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: মুরাদ হাসান